CrackTech Limited এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা।
"অনুকরণ নয়, সৃষ্টিশীলতায়ই উৎকর্ষ" এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে CrackTech এর পথচলা শুরু। অনুকরণ না করে সম্পূর্ণ মৌলিক পণ্য সৃষ্টির মাধ্যমে উৎকর্ষতা লাভে আমরা বদ্ধপরিকর। উদ্ভাবনী চিন্তাশক্তি এবং সৃজনশীলতাকে পুঁজি করে আমাদের কর্মীগণ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, নতুন ধারা সৃষ্টির প্রত্যয়ে।
Medical Higher Study এন্ড্রয়েড অ্যাপটি CrackTech এর প্রথম পণ্য। সম্পূর্ণ মৌলিক এই অ্যাপটি বাংলাদেশের প্রথম ভার্চুয়াল পরীক্ষা কেন্দ্র, যেখানে হাজারো পরীক্ষার্থী একসঙ্গে পরীক্ষায় অংশগ্রহন করে নিজেদেরকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আরও ভালভাবে প্রস্তুত করে নিতে পারবেন।
Live MCQ ইতিমধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় মডেল টেস্ট গ্রহনের প্লাটফর্ম হবার পথে এগিয়ে যাচ্ছে।
Medical Higher Study গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক রেজিস্ট্রিকৃত এবং কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। Medical Higher Study এর কোন ফিচার বা কন্টেন্ট নকল করলে নিম্নোক্ত আইনি ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি Digital Millenium Copyright Act এর অধীনে ব্যবস্থা নিয়ে আমরা ইতিমধ্যে Google Play থেকে একটি অ্যাপ নিষিদ্ধ করতে সফল হয়েছি।
কপিরাইট লঙ্ঘন হলে:
কপিরাইট আইন, ২০০০ এর ৮১ ধারার বিধানমতে, কপিরাইট লঙ্ঘনজনিত অপরাধ দেওয়ানী আদালতে বিচার্য এবং এধরনের মামলা এখতিয়ারাধীন জেলাজজ আদালতে দায়ের করতে হবে।
সফটওয়্যার কর্মের কপিরাইট লঙ্ঘনের শাস্তি:
কপিরাইট আইন, ২০০০ এর ৮৪(ক) ধারার বিধানমতে সফটওয়্যার কর্মের কপিরাইট লঙ্ঘনের শাস্তি অনূর্ধ্ব ০৪(চার) বছর কিন্তু অন্যূন ০৬(ছয়) মাস কারাদন্ড এবং অনূর্ধ্ব চার লক্ষ টাকা কিন্তু অন্যূন এক লক্ষ টাকা অর্থদন্ড এবং লঙ্ঘিত কপি ব্যবহারের শাস্তি অনূর্ধ্ব ০৩ (তিন) বছর কিন্তু অন্যূন ০৬ (ছয়) মাস মেয়াদরে কারাদ- অথবা অনূর্ধ্ব ০৩ (তিন) লক্ষ টাকা কিন্তু অন্যূন ০১ (এক) লক্ষ টাকার অর্থদন্ড- [ধারা ৮৪(খ)]।
কপিরাইট লঙ্ঘন রোধে পুলিশের ক্ষমতা:
উক্ত আইনের ৯৩ ধারা বিধানমতে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই সাবইন্সপেক্টর বা তাঁর উপরের পদমর্যাদার কর্মকর্তা তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে পাইরেটেড দ্রব্য কিংবা নকল করার সামগ্রী জব্দ করতে পারবেন।